Spread the love

ইছামতীর তীরে
🌱🌱🌱🌱🌱

অজয় ঋষিদাস
🌱🌱🌱🌱🌱🌱🌱
ইছামতীর তীরে বসে আছি ,
সন্ধ্যা ঘনিয়ে আসা শোকের ছায়া দিয়ে ঘেরা আকাশের নীচে ;
আজ আমি সব কিছুর মাঝে নিঃসঙ্গতাকে খুঁজে পাই |
আজ চারিদিক যেন নীরব অন্ধকার :
এ জগৎ যে এতো নিষ্ঠুর-বাস্তব , একথা জানা ছিল ;
কিন্তু তার রূপকে কখনও দেখার সৌভাগ্য হয়নি আমার |
আজ কেন জানিনা এ নদীর বুকে এত আন্দোলন !
হয়তো বা আমার মতোই —-
তাকে কেউ আঘাত দিয়েছে |
আজ তার বয়ে চলার মাঝে কোনো ছন্দ নেই ;
নেই কোনো নব উদ্যম মেশানো উল্লাসের ভাষা |
তবুও তাকে বয়ে যেতে হবে ,
এই মহান বিশ্বের নিয়মের স্রোতের টানে || 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *