💥ভাইরাস💥
🌱 অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)🌱
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক ভাইরাসের প্রকোপে
সবকিছু বন্ধ …।
ঝাঁপ ফেলেছে অফিস, আর
সব মনে ধন্দ!
অন্য বিষাণুগুলো দেখো
দূর হয়ে যাচ্ছে ..
ভেদাভেদের নীতি আর
কি কল্কে পাচ্ছে ?
একজোট হয়ে লড়ে
সবাই যে যখন …
দূরত্বের ভাইরাস
মারা পড়ে তখন ।
মারা যায় ঘৃণা, দ্বেষের
ভাইরাস যত ;..
ধর্ম- অধর্মের ভাইরাস
আজ যেন নত!
শত্রু আসলে হয়
ঘর একজোট ।
ভাইরাসটিই তাই
পাকিয়েছে ঘোঁট!!
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
¤৹¤৹¤৹¤৹¤৹¤
( কবি ডঃ সায়ন ভট্টাচার্য পেশায় কলকাতা