শিরোনাম -শিশুদিবস
কলমে – শিবেশ মুখোপাধ্যায়
************************
সূর্য ওঠার অনেক আগেই যাদের নিত্যকার ঘুম ভাঙে,
দিনরাত গাধার খাটুনি খেটে
দিনান্তে সামান্য খাবার জোটে,
ভালো জামা- কাপড় নেই – বইখাতা নেই। নেই
স্কুলে যাবার আর্থিক সংস্থান।
খাবারের নেই সুব্যবস্থা।
এরাও শিশু, এদের জন্য কি নেই
শিশু -দিবসের রকমারি অনুষ্ঠান
কেক, রঙিন বেলুন ফিতে চুড়ি
আর একবুক আশ্বাস। ভালোবাসা…
শিশু দিবসে, শিশুশ্রম কি নিষিদ্ধ?
সেদিন কিরকম কাজের জগৎ থেকে
ছুটি পাবে শিশুশ্রমিকেরা?
নাকি শুধুই ক্যালেন্ডারের পাতায় রেড- লেটার -ডে?
তাদের কথাও ভাবতে হবে,যারা নিত্যকার শ্রমক্লান্ত, যাদের ‘ নুন আনতে পান্তা ফুরায় ‘। তাদের
মুখে হাসি ফোটাতে পারলেই
শিশু দিবসের সার্থকতা।
দিকে দিকে পাঠাও এ বার্তা ‘ শিশু দিবসে শিশুশ্রম বন্ধ হলে, কাজের থেকে মুক্তি পেলে হাজার শিশু, পূর্ণতা পাবে এই বিশেষ দিনটি। তবেই শিশু দিবসের সার্থকতা।