Spread the love

কবিতা – সেতু বন্ধন

কলমে – পল্লবী দাস

**********************

প্রবীণ শোনায়  অভিজ্ঞতার কথা,

নবীন শোনায় বর্তমানের কথা।

প্রবীণ শেখায় অগ্রগতি,

নবীন দেখায় সৃষ্টি করা।

প্রবীণ লেখা থাকে স্মৃতির পাতায়,

নবীন দেখায় ভরসা পাওয়া।

পুরাতনের সাথে নতুনের মিলন,

প্রবীণ – নবীন সেতু বন্ধন।

প্রবীণ গড়ে  ইতিহাস,

নবীন তুলে নব সমাজ।

প্রবীণ পায় বিদায় অনুষ্ঠান,

নবীন পায় সুস্বাগতম।

প্রবীণ শেখায় সৃষ্টির খেলা,

নবীন দেখায় অনুসরণ করা।

প্রবীণ বোঝায় পুরাতন,

আর নবীন বোঝায় নতুনত্ব।

প্রবীণ বিদায় মনের বেদনায়,

নবীন বরণ  আনন্দ অনুষ্ঠানে।

নবীন কে বরণ করে, প্রবীণ দ্বারা।

প্রবীণ কে বিদায় , নবীন দ্বারা।

       প্রবীণ নবীন সেতুবন্ধন –

            এক সূত্রে বাঁধা…

           এক অন্তরঙ্গ সৃষ্টি।।

******************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *