*** জাতের বোঝা ***
ইব্রাহীম সেখ,মুর্শিদাবাদ (পঃব)
************
জাতের বোঝা বইতে গিয়ে
মানব জাতি হয় অজাত,
জাত ধুয়ে কি খাবে গো জল
জাত রাখতে হানো আঘাত!
কেউ আসেনি জাতকে নিয়ে
ধর্ম নিয়ে আসেনি কেউ,
তবুও কেন বিশ্ব মাঝে
রক্তেমাখা উঠছে ঢেউ?
চাঁদ–সূর্য জাতি বিহীন
সবকে আলো সমান দেয়,
আসতে যেতে সমান সবে
এক-ই বায়ু সবাই নেয়।
এক আগুনে রান্না করা
এক সাগরে সবার স্নান,
এক বিধাতা সৃষ্টি করে
জগত মাঝে সবার প্রাণ।
কে কোন জাত নেই তো লেখা
সব শরীরে লাল রক্ত,
দাঙ্গা কেন ধর্ম নিয়ে
কেউ-বা রামে হরি ভক্ত।
আল্লা ডাকে কতক নরে
গড বলছে অনেক প্রাণে,
সব শাস্ত্রে দেখো- না খুঁজে
বিশ্ব বাঁধা প্রেমের টানে।।
রচনাকাল (৮ ই কার্ত্তিক ১৪২৮ সাল)