Spread the love

চেনা যায়
********
রমন বিশ্বাস
**********
অভিনেতা চেনা যায় নিঃশব্দে সবাক চলচিত্রে |
খালি গলায় কন্ঠশিল্পী |
মেক আপ ছাড়া রুপসী নারী |
মুখের ভাষায় মানুষ অমানুষ ৷
স্ত্রী চেনা যায় দারিদ্রে
ড্রাইভার চেনা যায় ব্রেক কষলে ৷
নেতা চেনা যায় কাজে ৷
ছাত্র চেনা যায় পরীক্ষার ফলে
স্বামী চেনা যায় স্ত্রী মরলে ৷
বিজ্ঞানী চেনা যায় সন্দর্ভ প্রকাশে ৷
ধার্মিক চেনা যায় ভোগ বিলাসে ৷
শিক্ষক চেনা যায় মহান আদর্শে
অকৃতজ্ঞ চেনা যায় বিপদ বিনাশে ৷৷

**********

কবি পরিচিতি

ডঃ রমন কুমার বিশ্বাস

সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান

ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইনজিনিয়ারিং বিভাগ

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দুমকী-৮৬০২ পটুয়াখালী ৷

rkb07_jh@yahoo.com

Best Regards
Raman Kumar Biswas
Ph.D (Tohoku University, Japan)
Associate Professor and Chairman

Department of Disaster Resilience and Engineering

Faculty of Environmental Science and Disaster Management

Patuakhali Science and Technology University

Dumki, Patuakhali-8602

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *