অপরূপ রূপ…………
**************
কলমে : ফরমান সেখ
********************
প্রিয়ার সে মুখখানা যেন গো হীরক কণা
পূর্ণিমার চন্দ্রননি।
ঘন কালো আঁধারে নিশিরাতের মাদারে
জ্বলে যেন সর্পের মণি।।
অধর-ওষ্ঠ ফুটে যেন সোনা চাঁদ ওঠে
হাঁসিতে মুকুতা ঝরে যত ।
টানাটানা সুলোচনে শোভা ধরে মুখ খানে
লাল-নীল পরীদের মত।।
প্রিয়ার লাবণ্য তনু যেন পুষ্পিত রেণু
কোমল কমল ধরা আভা।
মৃদুল কোমর খান সে কান্তি ফুল যেন
কি যে অপরূপ দেয় শোভা।।
সোনার চাঁচর চুলে কনক-পুষ্প দোলে
ভ্রূমরা দেখে পাগল পারা।
নাসিকা টেয়ার মত রূপ ফুটে আরো শত
রূপে কত জন আত্মহারা।।
কপালে ঘামের ছটা মনে হয় হিরে ওটা
চারিদিকে সুগন্ধ ছুটে।
গাল দুটি সম ওঠা যেন তা রক্ত ফোটা
প্রভাত রবির আলো ফোটে।।
…………………………………………..
ফরমান সেখ (জন্ম-02.03.1996-) মুর্শিদাবাদের, উদয়চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন|পিতা- ওসমান সেখ, মাতা- জান্নেগার বিবি |রাজ্ কলেজ থেকে বি.এ (বাংলা,অনার্স ) কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ করেন | 2010 সালে জিরো পয়েন্ট পত্রিকায় প্রকাশিত ‘বিশ্বকবি’ কবিতার মাধ্যমে সাহিত্যে প্রবেশ | বর্তমানে বিভিন্ন পত্র -পত্রিকায় লেখালেখি করেন।