#_কবিতা_এমনই_এক_বর্ষায়_
#_কলমে_গৌতম_দাশগুপ্ত_
#_তারিখ_০৪_০৭_২০২৪_
_____________________
নিয়ম করে আবার বর্ষা এলো।
মনে পড়ে সুতনুকা –
এমনই এক বর্ষার দিনে
বাস স্ট্যান্ডে দেখা তোমার – আমার।
একই বাস থেকে নামা আমাদের।
ছাতাহীন দু’জনের অপেক্ষা বৃষ্টি থামার ,
বারবার দু’জনের চোখাচোখি,
সলজ্জ হাসিতে সৌজন্য রক্ষা।
প্রথম দর্শনেই ভীষণ ভালো লাগা,
কতো না স্বপন বুনেছি মনে মনে!
আকাশ বাতাসকে সাক্ষী রেখে
চিরসঙ্গী হবার অঙ্গীকার করেছিলাম।
ছুটে বেড়াবো বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত
অন্তহীন ভালোবাসার বন্ধনে।
হারিয়ে যাবো ভালোবাসার গভীর সাগরে
চাই আরও বৃষ্টি, আরও বৃষ্টি চাই,
ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে পড়ুক,
আমরা ভিজবো সেই অঝোর বৃষ্টিতে।
নিয়ম করে বর্ষা তো এলো আবার,
প্রতি পল, প্রতিদিন আমি অপেক্ষা করেছি।
সেই বাসস্ট্যান্ড আজও দাঁড়িয়ে ,
আমিও আছি সেই একই,
কিন্তু তুমি কোথায় হারিয়ে গেলে!
দমকা হাওয়ায় আমার স্বপ্ন ভেঙে চুরমার,
যেন গভীর ঘুম থেকে জেগে উঠলাম।
মন দিয়ে মন বাঁধা,
হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে চলা
কথার কথা নয়,
জীবনভর সঙ্গী হওয়া, সে-ও কী সহজ হয়!
নিয়ম করে আবার বর্ষা এলো,
নিয়ম করে তুমি শুধু এলে না!
একতরফা প্রেম বৃষ্টি ধুয়ে দিলো!
*************
কবিতা ভালো লাগলো।