Spread the love

🌱আবির বেলার প্রেম🌱
✍️গৌতম বাড়ই✍️


গভীর রাতের সে পরিমাপ ছিলো না
ছিলো কিছু শাল পলাশের উষ্ণতা
শিমূল মাঠের শান্ত যেন কাছের
ওদলাবাড়ির মাঠহাট আর নুড়ির ঘ্রাণ
চাঁদআলোয় আজও কিছু এসে নাকে লাগে
নাক টানলেই সমুদ্র অবাক মাঠের পাশে।

সেবক পাহাড় অনেক আরো ওপরে
বাঘপোলটা দুলকী চালে দোলে
রাতের স্রোত অনেক নিচে ফেলে
রূপসী আমার ঠিক মাথায় পায়ের পাতায় মৃত্যু
জোম্বীরা চুপসুপ তখন তাদের কিছু
রক্তমাখা মুখ আমায় আধোআলো ধাওয়া
তালবেতাল উছলে পড়ার আগেই একটা হাত
হাততো নয় বিরাট কিছুর টোপ
এই টোপ গিলতেই বেলা টোপ গিলতেই বাড়ি
বাড়িতো নয় পুণ্যিস্নান যেনো
আমি বোকাহদ্দো তার ভালোবাসাটা জানি।

ভালোবাসা কোথায় আছো যেন?
আমি তোমার বইয়ের পাতায় গানের কথায়
আমি তোমার গান শুনতে সান্তালী
চা-সান্তালী এক বাগান সবুজ দেশ
হাতির পিঠে হাসিমারা ভুটান কালো মেঘ
আমি সেই দেশের মস্তরাখাল ব্যস্ত গুরুংরাজ
আমার গায়ে সবুজ জোনাকী।

আমার গায়ে জমছে ধুলো আমি এখন স্বপ্নদূরে
ওড়াং ওটাং চোখ বুজলে চোখের ভেতর পাবো
বলবে বালিকা?আমার আবির বেলার প্রেম। 

******************************,        

কবি পরিচিত
 কবি গৌতম বাড়ই : 

শব্দের চাষে কবিতা এবং গল্পে।জীবন পড়ে থাকে মাঠে ঘাটে সাধারনে,আমিও সেখানে।জন্ম উত্তরবঙ্গের শিলিগুড়ি।ভালোবাসা ছুঁয়ে আছে তরাই ডুয়ার্স পাহাড় জঙ্গলে সবসময়।ঈশ্বরকে না পেলেও প্রকৃতি পেয়েছি বুকের মাঝে।তাই জন্ম বৃথা নয়।

  

One thought on “গৌতম বাড়ই : আবির বেলার প্রেম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *