রাত্রির যাত্রী
***********
কমল লাহিড়ী
**********
এই চাঁদ এক বড় সওদাগর।
অনেক জন্ম ও মৃত্যুর ফেরি নিয়ে
ভেসে চলে নির্বিকার।
অমা থেকে পূর্ণিমার
নীল নীলিমায়।
সুখ, দুঃখ, বিষাদ, উল্লাস
অনাচার আর্তনাদ
নিঃশেষে মিলায়
ঘন তমসায়।
উজ্জ্বল দিবসের
সব আলো মুছে গেলে
রাত্রির যাত্রী
দেখে চলে
অন্ধকার অরন্যের গর্ভে উদয়
প্রেতের মত নিশাচর সব।
বার হয় হিংস্র শার্দুল
বিভীষিকা রচনায় মত্ত।
তার মাঝে শোনা যায়
দৃপ্ত পদচারনায়
তামাসাবৃত রাত্রির বক্ষ ছিন্ন করে
আলোর মশাল হাতে
আঁধার জয়ের চিৎকার
ওই যে প্রমিথিউসের দল