দুটি কবিতা “তোমাকে” – মনোরঞ্জন দাস
১) তোমাকে
মনোরঞ্জন দাস
সময়ের স্রোতে স্নেহময়ী কিছু শব্দ,শব্দমালায় অঙ্গাঙ্গি এখনতোমার স্পর্শাশ্রয়ে আলো জ্বলে নিরন্তর, অনুক্ষন।
তুমি তো সম্প্রসারণে সমন্নয় চাও, সাবলীল ব্রতে।
জানি , জানা সব বৈচিত্রে একক অনুধ্যান থাকে কাছাকাছি,তোমার, সবার। পরিচ্ছন্নতায় সেখানেই তুমি আর তোমার প্রহর মধুময়ে আচ্ছন্ন বেশ!
২) তোমাকে
*********
সত্যের কাছে তোমার সমাপন,তোমার শুদ্ধি।
তুমি তো আগুনের বলয় থেকে তুলে আনো অনবদ্যতা।
তোমারও সংস্কারে সমৃদ্ধি আজও নির্মাণ চায়।
তাই তো তোমার ঘুম নেই
সম্প্রসারণে সংবাহনে।
তোমার রানার আজও ছোটে
নিত্য , জীবনের কাছে।
তুমি সমূহ উদযাপনে আছো,সময়স্রোতে আছো,থাকবে অনন্তকাল।