” যুদ্ধ”
বীরেন্দ্র কয়াল
————————–
যুদ্ধ হবে যুদ্ধ হবেই
তরোয়ালটা সানা’ই
শত্রু যখন দেবে হানা
ঝাঁপিয়ে পড়বো সবাই।
আমরা হলাম বীরপুরুষ
নেইকো মোদের ভয়,
রণকৌশল জানি মোরা
ছিনিয়ে নেব জয়।
সত্যি যখন এলো ধেয়ে
শত্রু –হানাদার
কোথায় গেল ঢাল তরোয়াল কোথায় হাবিলদার?
কোথায় গেল রণতরী
কোথায় যুদ্ধবিমান,
কোথায় গেল ক্ষেপণাস্ত্র
কোথায় বোফর্স কামান ?
কোথায় গেল সৈন্য সামন্ত
লকডাউন এ সবাই ক্লান্ত,
ঝড়ের পরে ঘোর কেটে যায়
যেমন প্রকৃতি হয় শান্ত।
তেমনি করেই যুদ্ধজয়
গেরিলা নীতির ফন্দি
লুকিয়ে মোরা থাকবো সবাই
করবোনা কোন সন্ধি।
শত্রু খুঁজে হয়রান হবেই
গুটিয়ে যাবে রাশ,
বিশ্বমানব কাঁপছে থরথর
শত্রুটা করোনা ভাইরাস।।