Spread the love

——–ভাষা——
সৌমজিৎ চন্দ
**************
ভাষাতেই মানুষের জ্ঞান
ভাষা দিয়েই জীবন শুরু
ভাষা আছে  সব জায়গায়
সেটা উপকূল হোক বা মেরু
প্রাচীনকাল থেকেই চলে আসছে ভাষার ব্যবহার
প্রতিটি প্রাণীর  পদক্ষেপে ইহার  খুবই দরকার
ভাষা হল মনের মিল ভাষা হলো মনের বাসনা
ভাষাই তৈরি করে সবার  মনের কল্পনা
কল্পনা দ্বারা সৃষ্টি হয় একটি নতুন জগৎ 
সেখানেও আমরা হতে চাই ভাষার মতোই মহৎ
ভাষা হল  জ্ঞান, যার করো না অপব্যবহার
শ্রদ্ধা করো তাকে মন থেকে প্রতিবার
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাষায় হলো সাথী
মন দিয়ে খুঁজলে পাবে ভাষাতেও, এক  গীতি
যদি না থাকতো ভুবনে কোন ধরনের ভাষা
প্রকাশ করতে না পেরে  ছেড়ে দিতাম আশা
তাই বলি করতে শেখো ভাষার সম্মান
ভাষাই হল আমাদের জীবনের  একমাত্র অবদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *