সমর্পিতার প্রতি সঙ্গীত
[ যে-নারীকে দেখলে জাগে জ্ঞানের পিপাসা ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
যে-নারীকে দেখলে জাগে জ্ঞানের পিপাসা,
সমর্পিতা নামে সে বেগম লুৎফুন্নিসা ;
সিরাজ-ই ধ্যান, সিরাজ-ই জ্ঞান, সিরাজ-ই তাঁর প্রাণ,
সঠিক ইতিহাসের খোঁজে দেখো তাঁর অবদান,
সুদূর কলকাতা ছেড়ে সে খোশবাগেতে পড়ে,
সমর্পিতা নামটি যেন হাওয়ায়-হাওয়ায় ওড়ে।।
হীরাঝিল বাঁচাও আন্দোলনের বীরাঙ্গনা নারী,
সমর্পিতা ইতিহাসের এক আলোর দিশারী,
চিন্তাকর্মে, শিল্পকলায় আনন্দের উচ্ছ্বাস,
বিশ্বমাঝে এনে দিল নতুন হাওয়া-বাতাস,
এমন নারী চাই আমরা বাংলার ঘরে ঘরে;
জ্ঞানের আলো জ্বেলে যে নতুন সমাজ গড়ে।
ওরে সমর্পিতা নামটি যেন হাওয়ায়-হাওয়ায় ওড়ে।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনাকাল:-০৩/০৭/২০২২ সকাল ৯ টা ৩১ মিনিট, গান নং ১১৭।
ওয়াহিদা খাতুন, ( Wahida Khatun), মুর্শিদাবাদ,
পেশা– লেখিকা ও উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষিকা। Zodiak Muzik কোম্পানির থেকে audition এ নির্বাচিত একজন staff গীতিকার। বাংলা ও ইংরেজীতে লেখেন। সম্প্রতি অনেকগুলি বাংলা ও ইংরেজি গান রেকর্ডিং হোলো, বিবিধ বিখ্যাত শিল্পির কন্ঠে নানা কোম্পানী থেকে, পরপর বেরুবে। তবে ” Zodiak Muzik” (যোডিয়াক মিউজিক) থেকে ২০২১ সালে ১৫ আগস্টে প্রকাশিত “কেনো কাঁদো মা গো আমার ” ( keno kando ma go amar) শিরনামে একটি জাতীয় সংগীত বিখ্যাত গায়িকা অয়ন্তিকা চক্রবর্তীর কন্ঠে Youtube ও ফেসবুকে বিপুল জনপ্রিয়তা পায়। জানা গেলো সম্প্রতি একটি বিখ্যাত প্রকাশনি থেকে বেরুচ্ছে বাংলায় ১২০ (একশত কুড়ি) টি সনেটের গুচ্ছ। ইংরেজিতেও মৌলিক সনেট বেরুবে বেশ কিছুদিন পরে।
আরো জানা গেলো, খুব দুর্বিসহ জীবনের সাথে লড়াই করে তিনি উঠে এসেছেন, ও এখোনো নানা অমানবিক পরিস্থিতির সাথে লড়ে যাচ্ছেন, তাই তাঁর লেখার গতির সাবলিলতায় খুব অসুবিধে হচ্ছে। এই ভয়াবহ সামাজিক অবস্থায় তিনি বিপন্ন হচ্ছেন বারবার।
হীরাঝিল, খোসবাগ নিয়ে সাম্প্রতিক আন্দোলন, এবং এই বিষয় নিয়ে নতুন ধরনের সাহিত্যের ধারা লেখিকাকে মুগ্ধ করে ও তিনি এই বিষয়ের ওপর সাহিত্যের অনেক কাজ করতে চান।
তাঁর এই ইচ্ছের প্রতি আমরা ধন্যবাদ জানাই।
—————–
—– সম্পাদক