হে কল্যাণময়ী মাতা
সত্যেন্দ্রনাথ পাইন
*****************
হে ভগবতী বসুন্ধরা ভারত মাতঃ,
তুমি আমার বিনম্র প্রণাম গ্রহন করো।
ক্ষুদ্র স্বার্থে ক্ষুদ্র চঞ্চলতায় আজ ম্রিয়মান আমার স্বত্ত্বা।
আমাকে মঙ্গলের পথে সত্যের পথে এগিয়ে যেতে সাহস দাও।
বিস্তার করো মানবিক মুখ সম্পূর্ণ আর্যসত্তায়।
আমি যেন ফিরে ফিরে পাই আমার হারানো শিক্ষা, সংস্কৃতি, উজ্জ্বলতা।
হে মা, চিরন্তনী, সরস্বতী যেন আমার কাছে পৌছে দেয় আবার সেই
সুকোমল অন্তর,
আমার মেধা যেন ভুলুণ্ঠিত না হয় পেশি শক্তির বিড়ম্বনায়।
আমাকে আলোর পথ দেখাও
আমার দেহে মনে যেন পারিজাতের সুগন্ধি ছড়িয়ে পড়ে।
আমি যেন গঙ্গার মতো সর্বদা প্রবাহিত হতে পারি।
পদ্মের ন্যায় বিস্তৃত হয়ে জগতকে নিবেদিত প্রাণের শিক্ষা দিতে পারি।।
হে কল্যাণময়ী মাতা!!
মিলন উৎসবে যেন সর্বদা মুখরিত হই
সংগীতের সুর মূর্ছনায়—
Your article helped me a lot, is there any more related content? Thanks!