আর কি আসবে ফিরে নজরুল !
কলমে : মোফাজ্জেল হক
বসিরহাট।
অস্থির হয়েছে দেশ এখন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কায়
অস্থির হয়েছে দেশ এখন
ধনী-দরিদ্র বৈষম্যের আশঙ্কায়
অস্থির হয়েছে দেশ এখন
বঞ্চনা ও নিপীড়নের আশঙ্কায়
অস্থির হয়েছে দেশ এখন
মানবতা ও মমত্ববোধ হারানোর আশঙ্কায়
অস্থির হয়েছে দেশ এখন
সমবেদনা ও সহানুভূতি হারানোর আশঙ্কায়
অস্থির হয়েছে দেশ এখন
মূল্যবোধ হারানোর আশঙ্কায়
তাই আজ মনে পড়ে নজরুলকে বেশি করে
বলবে যে আমি এসেছি এদেশে
হিন্দু-মুসলমানে শ্রদ্ধায় আলিঙ্গন করাতে
আমি এসেছি এদেশে
হিন্দু-মুসলমানে শেকহ্যান্ড করাতে
আমি এসেছি এ দেশে
অসাম্য ও ভেদাভেদ দূর করতে
আমি আসিনি এ দেশে নেতা হতে
আমি আসিনি এদেশে কবি হতে
আমি এসেছি এদেশে
হিন্দু-মুসলমানের মিলনের গান গাইতে ।
আমি এসেছি এদেশে
মানবতার গান গাইতে ।
Advertisement