হাত কেটে নিল স্বামী
বিধান চন্দ্র হালদার
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});রেণু খাতুন,
তোমার কেবল হাত কেটেছে !
দিন দিন প্রতিদিন মুন্ডু কেটে চলেছে প্রকাশ্য দিবালোকে।
অথবা, রেপ্ কোরে নাড়িভুঁড়ি ছুঁড়ে দিচ্ছে রাতের অন্ধকারে গভীর জঙ্গলে !
রেণু খাতুন,
তোমার কেবল হাত কেটেছে!
প্রত্যহ দুইবেলা বিবাহ ছিঁড়ছে নতুন প্রেম পত্রের আশায়–
অথবা, যখন তখন ছুরি চালিয়ে দিচ্ছে তল পেটের ঠিক নিচে,
এমনকি, ক্ষতচিহ্ন গুলি উষ্ণ বাতাস দিয়ে ঢেকে দিচ্ছে,
যাতে করে কেউ দেখতে না পায়!
রেণু খাতুন,
তোমার কেবল হাত কেটেছে!
আদিম যুগ থেকেই আকাশের চোখে ধুলো দিয়ে চলেছে দিশাহারা পাহাড়,
আজও আকাশের চোখে কাদা লেপে দিচ্ছে!
রেণু খাতুন,
তোমার অপরাধ আকাশে ডানা মেলতে চেয়েছিলে?
হাজার হাজার লক্ষ লক্ষ ফুলের রেণু তাই চায়?
বিশ্বাস করো, তাই চায়?
কিন্তু–
নিদ্রা ভাঙবে কবে?
নিদ্রা না ভাঙলে গর্জন করো আকাশে আকাশে
বৃষ্টি নামবেই।
সূর্যকে কেউ কখনো বেঁধে রাখতে পারে না ।
ঘড়ি থেকে ব্যাটারি খুলে নিলেও
তোমার ঘড়ির স্পন্দন কেউ কখনো আটকাতে পারবে না।
রেণু খাতুন,
তোমার কেবল হাত কেটেছে!
তোমার কেবল ঘন্টার কাঁটা থামিয়ে দিয়েছে!
সেকেন্ড ও মিনিটের কাটা টিক টিক, টিক টিক….
করতে করতেই তোমরা ওদের বারোটা বাজিয়ে দাও।
নিউটনের তৃতীয় সূত্র মেনে চলো।
নইলে,প্রথম সূত্রের দাপট চলতে থাকবে চিরকাল।
কোটি কোটি ফুলের রেণু
একবার আকাশের দিকে তাকিয়ে দেখো–
সূর্যকে কেউ কখনো বেঁধে রাখতে পারে নি।
সূর্যকে কেউ কখনো বেঁধে রাখতে পারে না।
সময়ের দর্পণ কবি
বিধান চন্দ্র হালদার
কাকদ্বীপ। শান্তিনিকেতন। কবিতাকুঞ্জ।
Good thought.