আবেদন
সত্যেন্দ্রনাথ পাইন।
জ্বলে পুড়ে খাক হয় মধ্যাহ্ন
সন্ধের নগ্নতা কে যেন ডাকে
নৈঃশব্দ্য তার পান্ডুরতায়
উৎকর্ষে রুগণ ছবি আঁকে।
ও আল্লা- ও মহম্মদ
ও মন্দিরের ভগবান
ও চার্চের যীশু
প্রতিবাদ করো এসময়
বেইমানি কোরোনা
প্রসবযন্ত্রণায় ভুগছে মেয়েটা
যন্ত্রণার প্রতিকার করো….
এসো, নতুন করে শুরু করো
সভ্যতার দেয়াল গাঁথা
জঙ্গল ছেড়ে জানলায় চোখ রেখে
প্রদীপের শিখায়
মানবতা ততক্ষণ
নগ্ন শরীরটা একটু উত্তপ্ত করুক—-