শিরোনাম: মাতৃভাষার জন্মদিন
কলমে : শেখ আব্বাস উদ্দিন
আজ বাতাসে অনাঘ্রাতা পূর্ব সুবাস
আজ আকাশে মেঘেরা গাইছে গলা ছেড়ে
আজ সব ফুলেরা ফুটেছে একসাথে
অবিরাম স্নিগ্ধতা ঝরছে আকাশ থেকে
শ্রাবণের ধারার মতো
পাখিরা মেতেছে কাকলি কুজনে
ঝরনা গাইছে গান
মৌরির ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন
সরষের ফুল উচ্ছ্বাসে আমোদিত
মন্দিরের সন্ধ্যারতি আর
মাগরিবের (সান্ধ্য) আজানের সুর
মিশে গেছে নতুন ভাবাবেগে
পাড়ার ও প্রান্ত থেকে ভেসে আসছে নলেন গুড়ের সুঘ্রাণ
সোনা রঙের রোদ ঝরছে ঝর ঝর করে
আজ প্রকৃতি উন্মুখ তার সন্তানদের পথ চেয়ে
আনচান করছে সব মায়েদের মন/বুক
একুশ আমার সোনালী খেতের ধান
আমার সোনালী বর্ণমালার বর্ণ অ আ ক খ
গঙ্গা যমুনা পদ্মা মেঘনার তোলপাড় স্রোত
সে তো রক্ত স্রোত আমার ভাইয়ের
পাখির কণ্ঠ থেকে ঝরে পড়া
এক একটি বর্ণ চিহ্ন যেন এক একটি হৃদয় রঙের ভাস্কর্য
আজ একুশে ফেব্রুয়ারি
আমার মাতৃভাষার জন্মদিন।।