ছড়া—- “শিশুর হাসি”
—– শংকর নাইয়া
বাদ যায়নি ফুলের শিশু ‘ক্যানসার’ এর মারন থাবায়
কোথায় এর প্রতিষেধক, রোজ যে অসুখে প্রান হারায়।
মরনপন লড়ছে মানুষ ‘ক্যানসার’এর আক্রমণে,
কত না প্রান ঝরছে রোজই দেশ ও দশের সংগোপনে!
কাঁদছে যে রোজ কত মাতা সন্তানের করুন দশায় !
আসুন সবাই স্বার্থ ভুলে মনে একটু এদের পাশে দাঁড়ায়।
শিশু হল ভগবান স্বরূপ, ওদের মুখে ফুটলে হাসি
ধরিত্রী মাতার কোলে বসে রাখাল রাজা বাজায় বাঁশি ।