Spread the love

কন্যা সন্তান
কলমে- হরিহর বৈদ্য
ডায়মন্ড হারবার,দক্ষিণ ২৪ পরগনা
———————————–

কন্যা মোদের অনন্যা
    অদ্বিতীয়, অদিতি,
কান‍্যা তো নয়, কন্যা রুপি
      নারী মূর্তি প্রকৃতি।
গার্গী,অপালা,মাদার টেরিজা
     তারাও তো নারী ছিল,
লক্ষীবাই দেশর জন‍্য করল লড়াই
       গান্ধী বুড়ি জীবন দিল।
যোগ্য মায়ের কন্যা যে তাই
        যোগ্যতম হয়ে ওঠে,
তারা ঝর্ণা হয়ে ঝরে পড়ে
       উল্কা হয়ে আবার ছোটে।
তোমার মত মা ও কারো —
           কন্যা হয়ে জন্মেছিল,
কণ্যা হাওয়ার সার্থকতা
      সবার মাঝে বুঝিয়ে দিল।
নারী হতে সৃষ্টি সকল —
       নারীই হলো বসুন্ধরা,
সকল কাজের সঙ্গী-সাথী
       অপাংক্তেয় নয়কো তারা।
তাই কন্যারা নয় পাপের বোঝা
    তারা কোন অংশে নয়তো কমও,
অনেক ভাগ্যে কন্যা মেলে —-
        তারাও যে পুত্রসম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *