মধুযামিনী
___________________
প্রবীর কুমার গুহ
___________________
ওই…………
একটু ছোঁয়া দে,নাহলে
হাঁটা দে !
এই
কনকনে ঠান্ডা বাতাসে,
কত কি অবশ হয়ে
আসে ;
শরীরের চাহিদা গুলো,
বড়ই অবুঝ, নীরব উল্লাসে
রোমাঞ্চের চাঁদ হয়ে
যায় !
আয় না,একটু কাছে
আয়_____
উষ্ণ পরশে জড়িয়ে
থাকনা পাশে,
তুইও চাঁদনী হয়ে যা !
তোর সমস্ত কামনার
রসে______
আমায় জোৎস্না করে দে !
চোখে চোখে ঘনিষ্ঠ
কবিতায়_____
এ রাতে প্রথম ভেঙে যাক,
যত লজ্জা দুয়ার ;
জীবনের নতুন অধ্যায়ের
গল্প বুননে,আমরা
হবো আজ_____
দু’জনে দু’জনের গরম
চা !
আয় না,আয় আয়_____
নাহলে,টাটকা সীমন্ত
সিঁদুর মুছে বাড়ী ফিরে
যা ;
একটু ছোঁয়া দে,
চুম্বনে চুম্বনে শরীর ছেয়ে
দে !
অক্ষম তোর হৃদয় যদি,
নারাজ রতি ক্রীড়ায়_____
খাঁচা ভেঙ্গে তোকে স্বাধীন
করে দেবো ;
মুক্ত তুই, যা না______
আপন কুলায় ফিরে যা !