আমাকে হত্যা করার জন্য
✍️বিধান চন্দ্র হালদার✍️
আমাকে হত্যা করার জন্য
গোপনে গোপনে ষড়যন্ত্র চলছে
আমার কি অপরাধ
আমি নিজেই জানি না!
তবে ,লোকমুখে শুনেছি–
দুই চোখে প্রজাপতির ডানা
কেন উড়িয়ে দেয় বিশাল হাওয়ায়?
দুই হাতে নোঙর কেটে
কেন নতুন সূর্য চেনায়?
দুই পা’য়ে ভাটার স্রোতে
কেন সাঁতার কাটে?
সারা শরীর গন্ধরাজ ফুলে
কেন গভীর অন্ধকারে শিস দেয়?
আমাকে হত্যা করার জন্য
গোপনে গোপনে ষড়যন্ত্র চলছে
আমার কি অপরাধ
আমি নিজেই জানি না!
তবে, কান পেতে শুনেছি–
আমার কবর খড়ার শব্দ।
ভুল বললাম!
তুমি, আমি ,আমাদের খবর খড়ার শব্দ।
পৃথিবী বাঁচতে চায়–
রাতের দোরে দোরে ভালোবাসা ভিক্ষে করে
যেমন ভাবে মায়ের আঁচল
ঠিক তেমনি ভাবেই প্রেমের ধূপকাঠি।
আমার কি অপরাধ
আমি নিজেই জানি না!
তবে, এই অপরাধ যেন বারবার করতে পারি।