মুখোশ
কলমে-বিশ্বজিত মুখার্জ্জী
******************
অপবাদে কিছু রাতে
শরীর নিয়ে খেলা,
সীমন্তের সিঁদুরে ভাসে
বেহুলার ভেলা।
সতী লক্ষী অহল্যা যে
অভিশাপে পাথর,
গুরু পত্নী সম্ভোগে
ইন্দ্র করে আদর।
মা আর মাসি মাঝে
বোঝে না তফাত্,
সান্ধকালে নারী হলেই
কেটে যায় রাত।
মদিরা পানে ভক্ত-বাবু
বারঙ্গনা হাতে,
ফুর্তি মারে পতিতা সাথে
বেশ্যালয়ে রাতে!
রাত যত বৃদ্ধি পাই
ততই আবেগ,
ঘরে তার স্ত্রীর মনে
চিন্তার মেঘ।
নাক উঁচু বেশ্যাবাড়ি
সতীপনায় মেতে,
কেউকেটা বাবু-সব
যান রাতে শুতে।
ঊষার লগ্নে এরাই তো
সাজে বড় সতী,
বিকৃত কাম মনে করে
সমাজের ক্ষতি।