🌾তৈমুর খানের কবিতা🌾
১) এইখানে তোমাকে রোজ
এইখানে বেঁচে থাকার গান
আকাশে বাতাসে ছড়াই
নিঃশ্বাসে ভরে ওঠে সবুজ ফসল
এইখানে স্বপ্ন এসে নদীতে নামে
প্রতিদিন বৈকালে বেড়াতে বেরোয়।
এইখানে গাছতলা একান্ত আপন ঘর
নিঃসঙ্গ রোদ্দুরের ছায়া
এইখানে বিরহ উত্তাপ অভিমানে জমে মেঘ
বৃষ্টি নামে গ্রীষ্মের দুপুরে কান্না আর ঘামে।
এইখানে তোমাকে লিখি রোজ জ্যোৎস্নার ভাষায়
এইখানে তোমাকে দেখি রোজ
মানবীর গোপনচারী ভালোবাসায়।
২) রাত্রি
রাত্রি কেন এলো ওরে
আঁধারটাকে ঘিরে
সূর্য কেন ডুবল ওরে
ওই নদীর চরে?
এবার বুঝি উঠবেরে চাঁদ
করবে নাকো দেরি
জোনাক পোকা জ্বালবে আলো
লাগবে মজা ভারি!
৩) আত্মজ্বর
কাউকে ডাকিনি কোনোদিন
নিজেরই রক্তের বেদনা
নিজেরই কাপুরুষ মুখ
অন্তর্দাহ এখানেই, পোড়ে আত্মসুখ।
দিন যায়, দিন আসে
ঘুম তবু আঁকে না প্রাসাদ
আরশির মায়াবী আকাশ
আগুনের শিষ ছোঁয় প্রেমের বয়স।
বুকে কাঁদে মরা নদী
কাউকে বাসিনি ভালো
জীবিকায় ধুলো ওড়ে
ধুলোয় চরে ঘুঘু,মরা ঘুঘু চরে ।
জন্মের শিকড়ে মাটি, দেশ
আমারও আকাল দেশপ্রেম
স্বপ্নেও ভাসে না স্বপ্নচর
আমি যেন আমারই কবর।
স্পর্শ পাও, কী নাম ?
মুখশ্রী পাও কি বাতাসে?
সূর্য এসে দুয়ারে দাঁড়ায় ?
প্রজন্মের ক্ষুধা কি জাগায়?
স্রোতের মুখেও ফোটে ফুল?
রাত, এই বিপন্ন রাত
মেঘ বিলাসীর ঘন চুল
চাঁদ, দোলা করোটি দুল
আত্মজ্বর গলাকাটা ক্ষুর।