Spread the love


শিরোনাম–হ্যাপি নিউ-ইয়ার
কলমে–নীতা কবি মুখার্জী
~~~~~~~~~~~~~~~
বিদায় দু-হাজার -একুশ, অনেক দিলে-নিলে
সুস্বাগতম দু-হাজার বাইশ  এসো হেলে-দুলে
সব কিছু শুভ আর সুন্দর হোক
সুন্দরের মেলাতে ভরে যেন চোখ।

সাথে করে নিয়ে যাও যত ব্যাধি, মহামারী
আতঙ্কমুক্ত জীবন চাই আমাদের সবাকারই।

এলো রে নতুন বছর সবে হও তৈয়ার
সকলকে হাসি মুখে বলো ভাই নিউ ইয়ার।
ফার্স্ট জানুয়ারীর দিন ঘরে ঘরে কলরব
কি খাবো আর কি কিনবো, মহা মহা ব্যস্ত সব।

থলে হাতে চলে সবে বাজারের পানে তাই
পাই যদি ইলিশ কি ভেটকি বা কাঁকড়াই।

কেক আর পেষ্ট্রিতে ভরে দিল ঘর সব
বাচ্ছারা তাই নিয়ে করে সব কলরব।

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পিকনিকে যেতে হবে খেতে হবে মাংসভাত
পিঠেপুলি গুড় মিঠে আরো কত পাঁচ- সাত।

ও পাড়ার গিন্নীরা যাচ্ছে যে পুরীতে
আমাকেও নিয়ে চল জলপাইগুড়িতে।

জগন্নাথ দর্শনের ইচ্ছেটা ছিলো খুব
সমুদ্র-সিনানে গিয়ে গোটা ছয় দেবো ডুব।

ছোটোবড়ো বুড়োবুড়ি সকলেই যাচ্ছে
জয় জগন্নাথ বলে শোরগোল তুলছে।

নতুন বছর সবার জীবনে হোক  সুন্দর
ভায়ে ভায়ে সম্প্রীতি থাকে যেন ভরপুর।

তুফান বা মহামারী থাকে না যেন  দেশে আর
প্রেম আর প্রীতিতে ভরে যাবে সংসার।

দু-হাজার -একুশ   চলে গিয়ে দু-হাজার -বাইশ আসবে
শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে নব-আশা জাগবে
মরসুমি ফুলের শোভা ভরে দেয় চারিদিক
যে বাগানেই যাও কেন, গাঁদাফুল পাবে ঠিক।

ভারত মাতার চলো করি সবে জয়গান
শপথ নিলাম সবে বাঁচাতে দেশের মান।

মা আর মাটিতে নেই কোন অন্তর
সকলকে হতে হবে নিষ্পাপ অন্তর।

নতুন বছরে সব ভাইরাস চলে যাক
সকলে সুস্থ ও মুক্ত জীবন পাক।

দূরত্ব বজায় থেকে মুখঢাকা আর নয়
প্রভু তুমি দয়া করো, জীবন হোক শুভময়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *