সুখ বোধহীনতায়
✍️মৃন্ময় ভট্টাচার্য✍️
বড়ই সুখের দিনগুলো সব
হারিয়ে গেছে সেই কবে,
বয়স বাড়তে বাড়তে সবই
ফুরিয়ে যে যায় এই ভবে।
শৈশব স্বপ্নে দুচোখ ভরা,
হতেই হবে অনেক বড়,
বোকা ছিলাম বলেই ভাই
ভার বয়ে আজ জড়সড়।
বিশাল চাপে চাপা পড়েও
কান্না লুকিয়ে দেখাই সুখ,
অতি যন্ত্রনাতে কাতর হয়েও
হাসির পিছে লুকাই মুখ।
নাইবা বাড়তো জ্ঞান ও বুদ্ধি
অন্ধের যেমন রাত্রিদিন,
না বুঝে ওঠাপড়ার তফাত
বোধহীনতায় হতাম না দীন।