সুদিন বিশ্বাস
মা সারদার শুভ জন্মতিথি উপলক্ষে “মা সারদা”
———————————
সুদিন বিশ্বাস
_______________________
শ্রীরামকৃষ্ণ মেল চলেছে আনন্দ রেল ধরে
ভক্তরা সব যাত্রী হয়ে ওঠো ত্বরা করে।।
চালক স্বয়ং ঠাকুর তিনি, লক্ষ্যে নিয়ে যাবেন যিনি
প্রেম ইঞ্জিনে টানে সে মেল ভালোবাসার জোরে।।
গার্ড সাহেব ‘বিবেক’ পিছে ব্রহ্মানন্দ নিশান নিজে,
মা সারদার কৃপা বারি ঝরে সবার পরে।।
জগৎ- জননী মা যে মোদের তাহার তুলনা নাই,
মায়ের দয়া পেলে মোরা ধন্য হয়ে যায়।
ঠাকুর মনি ক্ষেমঙ্করী মায়ের অপর নাম
পরেনাম হয়, সারদামণি, দিব্যি অভিরাম।
শেষে বলি, এমন গাড়ি পাবি না ভাই
মানস জপেই থাক ওরে তাই
চিরানন্দে থাকবে ধরায়
আবার আসতে হবে না রে।।