Spread the love
পরিযায়ী শ্রমিক 
সঞ্জয় সাহা 
***********************************************
একটু ভাতের তাগিতে,আমি গিয়েছিলাম ভিন রাজ্যে|
জুটলো আমায় ভাত, তবু বহু কষ্টে |  
কারখানার কঠিন লোহায় উন্মুক্ত অগ্নিদাহে
যখন আমি কর্মরত, তখন মনে হত আমি এক শক্ত দানব আমায় বধ করবে ! সাধ্য কেউ রত  
কঠিন রক্ত-মাংস দেহখানি যেন এক মহামানব |
তবু ভেবেছিলাম, এইভাবে রয়ে যাব কাল |
কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখ, এই বিশ্বমাঝে 
এক অজানা কঠিন ব্যাধিতে ছেয়ে গেল ধরনীতে |
দিকে দিকে হল সব তালা বন্দি,
ঘরে বসে থাকতে হবে বাঁচিতে আমায় |
তবু ভেবেছিলাম থেকে যাব এই ভিন রাজ্যে ,
কিন্তু সেটা আজ নাহি হয় , পেট যে কথা কয় |
সে যে আমায় কয় , এবার চলরে ঘরে ফিরে l
কভু কোথা সারা আজ নাহি পেয়ে, 
তালা বন্দি শহরে চলতে লাগলাম লৌহ সারি পথে |
আজ আমি বড্ড ক্লান্ত পরিশ্রান্ত !
তবু তারি মাঝে আমায় আজ যেতে হবে, 
আমার সেই ফেলে আসা সংসারে | 
*************************
মাথাভাঙ্গা. কোচবিহার ll

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *