একদিন দুটি কবর
শান্তনু ঘোষ
তার শেষ ইচ্ছা মৃত্যুর পর দেহটি যেন
এমন জায়গায় মাটি দেওয়া হয় যাতে পরবর্তীতে তারই পাশে দেওয়া যায় স্ত্রীর শরীরে মাটি বা ছবিটি উল্টালে যা
দাঁড়ায় তেমন
এভাবেই সে থাকতে চায় একে অপরের পাশাপাশি
ঝগড়া- ঝাটি- অভাব-অভিযোগ- রাগ- মান- অভিমান ইত্যাদি থাকা সত্বেও যে কোনদিন তাকে ছেড়ে যাওয়ার
কথা ভাবেনি
ধর্মতো ভালোবাসার পাশে দাঁড়ায়
একদিন সময়ের কাছে দুটি কবর
তারই স্বাক্ষী থাকবে