আর্তনাদ
✍️জয়দেব বেরা✍️
– – – – – – – – – – – – – – – –
(কেরালার হাতি হত্যার ঘটনা কে কেন্দ্র করে লেখা)
হাতি(ভ্রূণ):- মা-আমরা কি দোষ করেছিলাম?
ওরা আমাদের নৃশংস জনক ভাবে হত্যা করলো কেন?
হাতি(মা):- জানিনা রে সোনা।আমি ওদের কে বিশ্বাস করেছিলাম, ওটাই আমার বড় ভুল। আমি জানতাম ওরা শ্রেষ্ঠ জীব ।কিন্তু এখন জানলাম ওরাও আমাদের মতোই একদলপশু।
হাতি(ভ্রূণ):-দূর!পৃথিবী টা আর দেখা হলো না। কত স্বপ্ন ছিল আমার! সব নিমেষেই চূর্ণ-বিচূর্ণ হয়েগেল।
হাতি(মা):- কি করবি বল।ওরা যে এত বড় বিশ্বাসঘাতক ও নির্মম আগে জানতাম না। হোক সোনা তুই দুঃখ করিস না, এবার আমরা শান্তির দেশে যাবো। যেখানে ওদের মতো নাস্তিক মানুষ আর থাকবে না। এই পৃথিবীর থেকে ওটা খুব সুন্দর ও শান্তির জায়গা। ওখানে স্বয়ং ঈশ্বর বিরাজমান।
হাতি(ভ্রূণ):- তাই মা! তবুও পৃথিবীটা দেখার খুব ইচ্ছা ছিল। আচ্ছা মা, ওরা আমাদের কে বিনা কারণে কেন হত্যা করলো বলোতো? ভালো লাগে না, মনে খুব কষ্ট হচ্ছে।
হাতি(মা):- দুঃখ করিস না।কিন্তু হ্যাঁ, এটা ঠিক ওরা শুধু আমাদের কেই হত্যা করেনি রে, হত্যা করেছে ওদের বিবেক ও মনুষ্যত্ব কে।ওরা যে পশু, তা ভালোকরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।চল এবার চল শান্তির দেশে ফিরে যাই।