তাৎক্ষণিক
©অঞ্জলি দে নন্দী, মম
***********
আত্মা ছিলাম।
মনুষ্যরূপে জন্ম নিলাম।
দেহকে হাঁটালাম।
ধরায় জীবন কাটালাম।
বয়স বাড়লো।
বার্ধক্য এলো।
আমার আমি মৃত্যুকে কাছে পেলো।
আত্মা শরীর ছাড়লো।
এ পৃথিবীতে আসাটা ছিল আমার তাৎক্ষণিক।
কালচক্রে ঘুরতে ঘুরতে ঘুরতে
এ জগৎ-পথে থেমেছিলুম ক্ষণিক।
এইটুকু সময়ে তোমাকে পেয়েছিলাম।
উজাড় করে হৃদয়ের গীত গিয়েছিলাম।
সে ভালবাসা ছিল না তাৎক্ষণিক।
সে ছিল অশেষ।
তাই তা আজও অমরত্ব লয়ে চলে।
যুগে যুগে যুগে শুধু প্রেমেরই কথা বলে।
আজও তা এ ধরিত্রিতে মা শ্রীকালি দেবীর এলোকেশ।
সকলই হয় তো চির তাৎক্ষণিক।
হয় তো বা সকলই চির আপেক্ষিক।
তবুই আমাদের সম্পর্ক সব কিছুরই অধিক।
যা অসংখ্য তারারূপে নিত্য নিশীথে করে ঝিকমিক।
ওরা নীরবে ঘোষণা করে,
তাৎক্ষণিক, আপেক্ষিক –
সকলই সঠিক।
তাই তো সময় এসকল দিয়ে নিজেকে ভরে।