**সৃষ্টি**
✍🏻বন্দনা কুন্ডু ✍🏻
মনের ভিতর ঘুণপোকাদের অস্তিত্ব…
নির্ঘুম রাতে শিরা বেয়ে মাথার ভিতর উঠে এসে করে পায়চারি…
রন্ধ্রে রন্ধ্রে নেশা জাগে সৃষ্টির…
তোমার শব্দের ইমারত ভ্রমণের মনোমুগ্ধকর সুখগুলো যখন জ্বালা ধরাতে শুরু করে,
ঠিক তখনই খুব ধীরে ধীরে শুরু হয় তাদের কার্যকলাপ…
কুঁড়ে কুঁড়ে গুঁড়ো করে দেয় নীলচে শরীর…
কাঠামোর আড়ালে থেকে যায় পাউডারের মতো ঝরেও না ঝরা নড়বড়ে কিছু ইচ্ছা…
অনির্দিষ্ট কালের পথে বাড়ানো পা সেই ইচ্ছের জোরেই খুঁজে বেড়ায় শব্দের পাহাড়,
পেতে চায় সেই রহস্যের চাবিকাঠি,
যেখানে একটা সোনার কাঠির ছোঁয়ায় গড়ে ওঠে হাজারো সৃষ্টি…
ঘুণপোকাদের তোয়াক্কা না করা ইস্পাতের মতো ধারালো অথচ মনে মুগ্ধতা ছড়ানো চিরায়ত কিছু সৃষ্টি।।