পৃথিবী ভালো নেই
অশোক কুমার আচার্য্য
অশোক কুমার আচার্য্য
পৃথিবী কি একটা দিনও ভালো ছিল?
একদিনের জন্য ও সে ভালো ছিল না।
সৃষ্টির সময় শরীরটা ছিল প্রচন্ড গরম
ধীরে ধীরে এলো সহনশীল তাপমাত্রা।
পেটের ভিতর চলছে গ্যাসের দাপাদাপি
পাঁজর ভেদ করে বেরিয়ে আসতে চায়,
আগ্নেয়গিরির মধ্য থেকে লাভার স্রোত।
শরীরের ভেতরে চলছে মারপিট লড়াই
আর বাইরে ঘটে চলছে অদম্য উন্মত্ততা।
যাদের বসবাসের জন্য এতখানি ত্যাগ
সহনশীলতা তারাই খুঁড়ছে তার আবরণ।
প্রয়োজনের চেয়ে ও অত্যধিক লালসা
একবার ও ভাবে না আগামী দিনের কথা।
পৃথিবীর ভান্ডার অফুরন্ত নয় সীমাবদ্ধ
তার মধ্যেই বেঁচে থাকতে হবে আমাদের।
সাবধান বাণী উচ্চারিত হয় কেবলই নামে
মানুষজন বুঝে ও না বুঝে-মা বলে ডাকে।
অবোধ সন্তানদের মা কেবল কেঁদে মরে
একদিনও তারা ভালো থাকতে পারে না।
————————————————————
https://www.patrika.kabyapot.com