#অহংকারী দৈন্যতাও#
হান্নান বিশ্বাস
মরা কোটালের দৈন্যতাও
ভরা কোটালের ঢেউয়ের তালে নাচে
একদিন নদী কিছু দিয়েছিল
ঋণ হিসাবে নয়, হয়তো ভালোবেসেই
সাগর সেটা বলেনি কখনও
কোনদিন কোন ক্ষণে
মেঘেরাও যা দিয়েছে হজম করেছে
লোনা জলে মিশিয়ে
অথচ আমার নদী আজ ঝোলা হাতে
দোকানের সামনে দাঁড়িয়ে
এক চিমটি নুনে কখনও
ঋণ শোধ হয় কিনা জানা নেই