“তুমি আসবে বলে”
**************
তুমি আসবে বলে–
শোকের পাহাড় বুকে চেপে আজও বসে আছি।
তুমি আসবে বলে–
কান্নায় বুক ফেটে গেলেও দম ফুরোয়নি।
তুমি আসবে বলে
দুচোখে আশার আলো এখনো নেভেনি।
তুমি আসবে বলে–
নব-দিগন্তে একুশের পদধ্বনি শুনি।
তুমি আসবে বলে
প্রগতির স্বপ্ন দেখা এখনও বন্ধ হয়নি।
তুমি আসবে বলে–
উর্বর গাঙ্গেয় ভূমি মরুভূমি হয়ে যায়নি।
তুমি আসবে বলে–
অন্নপূর্ণা হাত গুটিয়ে নেয় নি।
তুমি আসবে বলে–
বৃক্ষ পত্র পল্লবে প্রস্ফুটনে বিস্মিত হয়নি।
তুমি আসবে বলে–
পাখির কূজন এখনো বন্ধ হয়নি।
তুমি আসবে বলে–
মানুষ মান ও হুস খুইয়ে দানব হয়ে যায়নি।