Spread the love

সম্পাদকীয়

অনলাইন কাব্যপট পত্রিকা kabyapot.com ভালোবেসে Subscribe করেছেন 475 জন। পাঠকও প্রতিদিন বেড়েই চলেছে। নাম না জানা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে আপনাদের প্রিয় কাব্যপট পত্রিকা । আপনাদের অংশগ্রহণে আমাদের স্বপ্ন যেমন স্বার্থক। মুদ্রিত বইমেলা সংখ্যার একটা ধাক্কা খেয়েছি। অচিরেই তা সামলে নেওয়া হবে। আগামী শারদীয়া সংখ্যাতেও অংশগ্রহণে আরো সাফল্য অর্জিত হবে সেটাই আশাকরি। এবারের শারদীয়া সংখ্যা হবে পূর্বের অভিজ্ঞতার ফসল। তাই আমি চাই আপনার লেখাটি যেন বাছাই পর্বে স্থান অর্জন করতে পারে সেই কামনা করি। আপনার সেরা লেখাটি’ই পাঠাবেন। এবং এক কপি পত্রিকা ক্রয়ের সঙ্কল্প নিয়েই। আপনাদের সহযোগিতা ও সহানুভূতি থাকলে স্বপ্ন সফল হবেই হবে। সবাইকে জানাই বাংলা সাহিত্য সংগ্রামী অভিনন্দন।

বিনীত –
সম্পাদক

কাব্যপট পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *