বেলাশেষে
মুস্তারী বেগম
গলে যাচ্ছি মোমের মতো
ঢলে পড়ছি সূর্যক্ষত
তুলোর মতো কুলোয় গত
এ উদ্ধত মন
থাকবি না তুই যাবিই ফিরে
কাদার বৃন্দাবন!
এক পালকে উড়ান ছিলো
পুঁথির বুকে পূরাণ ছিলো
প্রেমের সাথে দু চার কিল ও
আজকে কোথায় ধন?
থাকবি নাকি চলেই যাবি
কাদার বৃন্দাবন
বর্ষা এসে খুব ভেজালো
অঙ্কুরেতে শুকিয়ে দিলো
বিষপানিতে সব ভোলালো
নেইকো আপনজন
থাকবি নাকি চলেই যাবি
কাদার বৃন্দাবন?
উঠোন পাড়ে কান্না মেলে
বিদায় বেলায় মাংশঝোলে
একটি বড় ম্যাটাডোরে
পালিয়ে যাবি বোন?
থাকবি না তুই
যাবি না তুই?
কাদার বৃন্দাবন?