Spread the love

বর্ষা সুন্দরী
**********
রূপালী সিনহা মণ্ডল
******************
বিদায় জৈষ্ঠের তপ্ত হোম শিখার—–
মেঘের বিজয় বৈজযন্তীর কি বিস্তার¡
সূচিত হয়েছে গুরুগম্ভীর বজ্রনিনাদ
যাই যাই রবে বলে—–তপ্ত নিদাঘ
আজি শ্যাময়মান প্রকৃতি মেঘমেদুর
মর্মর-মূখর বন্ধনহীন অরণ্য সুদূর,
মরুবিজয়ের শ্যামল কেতন
বিদীর্ণ করিছে তনূ হতে বরুণ বাণ
কদম্ব জুঁই কেয়ায় হৃদয় দ্বার খুলি
বর্ষণ ছায়ায় আপনারে গিয়াছে ভুলি।
পূবালি হাওয়ায় ; বলাকার শাখায় ;
মেঘের সঙ্গী হয়ে মন ভেসে যায়
কোন্ সুদূর অজানায়
নদী ভাঙে ঢেউ কূল কিনারায়
ডাকিছে দাদুরী, ডাকিছে ডাহুকী,
ভোরের বাতাসে দুলিছে ময়ূর – পঙ্খী ।
উচ্ছ্বসিত, উল্লসিত, প্রগলভিত,
আজি এ বর্ষা সুন্দরী সুসমামণ্ডিত।

*********************************

কবি পরিচিতি :
কবি-লেখিকা রূপালী সিনহা মন্ডল ( Rupali Sinha Mandal),  সোনারপুর, কলকাতা, ভারত, কবিতা  ও গল্প লেখেন,  প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, একটি বিশেষ ব্যাপার যে,  লেখক কবিদের ডিগ্রী নিয়ে যায় আসে না, কিন্তু একজন নারী হয়ে কতগুলি ডিগ্রী ডিপ্লোমা নিয়েছেন, সেটা জানলে অনেক নারী অনুপ্রাণিত হবেন ! একাডেমিক শিক্ষা : (1) বি. এ . বাংলা অনার্স ( কলকাতা বিশ্ববিদ্যালয়),  (2) 3 years Advance Course ( Ministry of Human Resource Development, Ramakrishna Puram, New Delhi, India), (3) Deploma in Ornamental Fish Culture ( West Bengal State Fisherman’s Co-operative Federation Limited), (4) Deploma in Social Work ( Jadavpur University,  kolkata ), (5) Deploma in  Food  Processing ( পশ্চিমবঙ্গ কৃষিজ বিপনন),  (6) 1year Deploma in Computer ( Ideal Commercial College, Garia, Kolkata),  (7) Deploma in Bratachari ( বাংলার ব্রতচারী সমিতি), (7) ANM (  Bangur Hospital Tollygunge, Kolkata ),  (8) আবৃতিতে 5 বছরের ডিপ্লোমা,  (9) সংগীতে 3 বছরের ডিপ্লোমা ও অনেকের কাছে শেখেন,  (10) First-AID,  Hygine & Sanitation,  Home Nurshing, Mother Craft & Vouture এর ওপর St. John Ambulance থেকে Course করা হয়েছে (11) 17 (সতেরো বছর ) টাইপ শিখা ও বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে চাকরি,  (12) স্টেনো শিখেছেন, — এই সব একাডেমিক ডিগ্রী ছাড়াও, ভালোবাসেন (13) ছবি আঁকা!  

বিভিন্ন অফিসে চাকুরীর অভিজ্ঞতাও আছে,  টাইপ এর চাকরি, নার্সিং এর চাকরি, রিসেপশন এর চাকরি, এন-জি-ও তে ও চাকরি,  এসব নানা অভিজ্ঞতা হয়েছে, আজো হচ্ছে নানা অভিজ্ঞতা, এখন নিজের NGO নিয়ে খুব ব্যাস্ত!

   ————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *