দেখা হবে না কোনদিন
……………. ডঃ অরুণ চক্রবর্তী
****************************
কদিনের, এই পৃথিবীর খেলা ঘরে,
অলীক খেলা, খেলতে আসা! কত প্রেম,কত প্রণয়,ঝগড়াঝাঁটি, ক্ষণেকের ভালোবাসা! ভাবতে পারো! সময় সব মিটিয়ে দেবে! কটু কথা, সুদ আসলে,পাওনা দেনা! বুদবুদের মরণ বাঁচন, মিথ্যে মায়ায়, শুধুই, অহং নিয়ে নাচাকোঁদা! বুঝেও মোরা, অবুঝ ভীষণ! ভাবি, সবার শেষ, হয়তো শুরু আমার! ডাক পড়ছে, ডাক পড়ছে, অবিরাম; কার পরে কে! খেয়ালখুশি ভেবো না!
থাকবে পড়ে, পয়সা টাকা, পরিশ্রমের আবর্জনা! চলবে তবু আনাগোনা! বন্ধ হয়, শব্দ কথা, বুঝতে গিয়ে অবুঝ মনের,কারণ দিশা! এ এক মরণ মাঝে, বাঁচার নেশা! কোটি বছর কেটে যাবে, স্মৃতির বোঝা, বইবে না, তোমার চোখে হারানো স্বজন! সবাই করে কত; বিলাপ, চোখ ফোলান কান্না! যাওয়া আসার পথের ধারে, সবাই মিলি সবার তরে, নই তো কারো; নিজের কেউ কোনোদিন আমরা! ছুটির বেলা, ঘন্টা বাজে, চিরকালের ঐ বাড়ীটা, নিয়ম ধরে ডাকে!
(REGISTERED UNDER COPYRIGHT ACT)