“ছন্দপতন”
শতানীক ভট্টাচার্য্য
এখানে বাতাস পাগল হয়ে ঘূর্ণি হয়ে যায়
দিক হারায় সময় অন্ধ গলিতে
উদভ্রান্ত নাবিকের মত স্তব্ধ অপেক্ষায়!
অতল সমুদ্রের পাঁজর ভাঙা উত্তাল ঢেউয়ে
অবাধ্য কালবৈশাখী তছনছ করে মনের সাজানো বাগান!
নষ্টামির বুনোবিছুটি দানা বাঁধে ,
আড়ালে ছড়ায় তার বিস্তার;
রোমে রোমে লালসার বিষাক্ত জ্বলনে
জ্বলে পুড়ে খাক হয় অন্তরভূমি,
বুনোঘ্রাণ আর জংলা আগাছায় মজে যায় জীবন নদী,
মিথ্যার অশ্বক্ষুরাকৃতি বাঁকে
সহস্রবার বন্দি হয় তার শান্তপ্রবাহ,
ফেরেনা গতি ,
ফেরে না তার ছন্দ
তবুও—
এগিয়ে যায়!