প্রতিরুদ্ধ সমূহ
সুব্রত মিত্র
ব্যস্ত শহর থেমে গেছে আজ
স্তব্ধ জরুরী দরকার; গেছে থেমে সকল কাজ,
ডুবছে ঘটিবাটি; নেই কোন রুজিরুটি
অনাহারী প্রভাতে পরাজয় মানবতার।
রাস্তাজুড়ে রাক্ষসের ছড়াছড়ি
নিরীহ মানুষদের রাক্ষসেরা করে ধরাধরি,
এখানে অন্যায় সমাদরে পায় আশ্রয়
গভীর বেদনার বিন্দুমাত্র নেই বিচার–
অনাহারী নাগরিকের পেট কেটে প্রভাবশালীর দল করে সাশ্রয়।
থানা; পুলিশ; প্রশাসন;-
সব শালারাই করে ঘুষ গ্রহণ,
আমার এই আর্তনাদ তাহাদের ঠাট্টার সমান
চলে ফেরে অহরহ কত মন্ত্রী মস্তান
তাদেরকে কেউ করেনা প্রশ্ন; করেনা অপমান।
ধ্বংস দিয়েই শুরু হয় দিন;
ধ্বংসলীলায় যায় সারাদিন;
আমি যেন এক আস্ত আপত্তির দেওয়াল এই অন্যায় সমাজে
লালসার রক্ত লাল বর্ণে থাকে ওরা স্বর্গে।
উদ্ভট আওয়াজ যখন উঠে আসে কলমে
জানি আমি হব স্বৈরাচার, এই সমাজে; এই জনমে,
নপুংসক চিত্তের পিত্তে থাকে যদি এতোটুকু মানবতা
ক্ষমতার ঝান্ডা দাও ছুড়ে ফেলে, ধরো তুলে হৃদ্রতা।