কবিতা “বিদ্রোহী সত্ত্বা –নজরুল। “
লেখক : দয়াময় মন্ডল ,
****************
ওগো বিদ্রোহী ! জাগো আরবার ,
অম্লান তোমার ক্ষুরধার লেখনী রণ-তলোয়ার।
আমি নজরুলের কথা বলছি—
থেমোনা মুষ্টিবদ্ধ হাত দূর্দমন হাতিয়ার।।
ওগো বিদ্রোহী ! জাগো আরবার ।
বঞ্চিত মনে, কুন্ঠিত ক্ষণে, থেকোনা ভেবোনা আর,
আসিবে জয়, নাহিক ভয়, বিপ্লবী চেতনার।
আমি নজরুলের কথা বলছি—
হিমালয় হ’তে ইরান-তুরান ঘুরেছে যে বারবার।।
ওগো বিদ্রোহী ! জাগো আরবার ।
এখনতো সময় নাহিক রণে ক্লান্ত ধরিত্রী,
জনমুখেতে হাসি ফোঁটাতে রুদ্রবীণা’র দ্যুতি।
আমি নজরুলের কথা বলছি —
বাজাতে তোমার দামামা’র ধ্বনি,চিত্ত শ্রবণ পর।।
ওগো বিদ্রোহী ! জাগো আরবার ।
বিদ্রোহী কবি, সাম্যের কবি, গাহি তব জয়গান,
প্রেমের জয়ে বিশ্ব জয়ি, সত্যিই তুমি মহান।
আমি নজরুলের কথা বলছি—
ভালোবাসার অর্ঘ্য দিয়ে সাজালাম তোমা নজরুল।
হৃদবাগিচায় দোল দিয়ে যায় আজো পাখি বুলবুল।।