“অমর কবি নজরুল “
—- শংকর নাইয়া
যার কবিতায় বুকের মাঝে
ওঠে আগুন জ্বলে
যার গানেতে লৌহের কপাট
ভাঙে দলে দলে ।
যার হুশিয়ার বাঁচায় তরী
মাঝি পায় পথ
যার কবিতায় কেতন ওড়ে
চলে বিজয় রথ।
যার কবিতায় একটি ফুলে
হিন্দু- মুসলমান
যার কবিতায় জাগে প্রানে
মানবতার গান।
যার কবিতায় সাম্য আসে
জাতের বিবাদ ভোলে
যার কবিতায় শিকল ভেঙে
মুক্তির আওয়াজ তোলে।
যার কবিতায় হৃদয় মাঝে
বিঁধে ব্যথার শূল
কবিতায় গানে অমর কবি
মানবের নজরুল।