দাতাদের হাত উপরেই থাকে
জাহাঙ্গীর দেওয়ান
ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড – অনুঘটক
পরিবর্তন না হয়েও পরিবর্তন ঘটায়।
শশা হজম না হয়েও হজম করাবে-ই
উনানের মাটি পাকেনা, খাদ্য পাকে।
পলখুঁটি ঘোরে না কিন্ত গরুটা ঘোরে
যাতার উপরের কড়াইগুলি ভাঙ্গেনা।
শুধু ঘোরে লাফায় ও ঠিকরতে থাকে
হিজড়া আনন্দ দেয়,আনন্দ পায় না।
রেফারিগণ খেলা’য় কিন্তু খেলেন না
হরবোলাগণ হাসা’য়, কিন্তু হাসেন না।
বরযাত্রী হৈচৈ করে, কনে-বর করেনা
ছাত্র-ছাত্রী হৈচৈ করে ওস্তাদ করেনা।
সূর্য ঘোরেনা কিন্ত গ্রহ গুলোই ঘোরে
নিজে পুড়ছে কিন্তু গ্রহকে পোড়ায়না।
সূর্যে চাষ হয়না,সূর্য ছাড়াও চাষ হয়না
সুজলা সুফলা শস্য শ্যামলা এ ধরনি।
বসুন্ধরা সূর্যেকে বলে নিরস অনাবাদি
সারাজীবন আলো উত্তাপ দান করেই।
দাতা সূর্য নিরস অনাবাদি ও অসহিষ্ণু
গ্রহিতা পৃথিবীই সুফলা শস্য শ্যামলাই।
ভিখিরি রা শুধু নিতে থাকে কিছূ দেয়?
দানির হাত কোনও দিন নিচে থাকেনা।
মডার্ণ ভিখিরিরা যেমন গাড়ি হাঁকাচ্ছে
এখন আমরা ডিজিটাল দাতা সাজছি।
ভিখারি রা খেয়ে নিমকহারাম সাজছে
আমরা কিছু দিলে ড্রাফ্টে করে পাঠাই।
অনলাইন নেটওয়ার্কের সাক্ষী রেখেই
কমিশন ভিখিরিদের থেকেই সাবধান।