কবিতা – বৃষ্টি
কলমে – পল্লবী দাস
বৃষ্টি, তুমি এসো…….
তোমার অপেক্ষায়,
আমরা বসে আছি।
তোমার ঝিরি ঝিরি রূপে..
অবিরাম রূপেও আমরা মুগ্ধ।
তোমার লুকিয়ে পড়ায়,
ধরিত্রীর আর্তনাদ।
মাঠ, গাছপালা, পুকুর, নদী…
সবাই চাতক পাখি,
শুধু তোমার অপেক্ষায়।।
তুমি অপরূপা সুন্দরী,
তুমি গাছপালা, ফল, ফুল,
কৃষক বন্ধুর জীবন সঙ্গী।
পশু-পাখি, মনুষ্য জাতিও
তোমার কাছে ঋণী।
তাই তো তুমি অহংকারী।
বৃষ্টি তুমি প্রচুর গুনের অধিকারী।
তুমি আবহাওয়ার অমর সঙ্গী।
তোমার দেখা আমরা সবাই চাই।
তাই মাঝে মাঝে বৃষ্টি তুমি….
অপেক্ষার অবসান ঘটায়ে দেবে।
নিজের মতো করে ভিজিয়ে,
ধরিত্রীকে সাজিয়ে দেবে।।
“””””””””””””