ফেরত
মুস্তারী বেগম
চলো ভাই হাত ধরে মানবতা গাই
মানুষের চেয়ে বড় কোন সখা নাই
দশ যেথা খোদা সেথা আজ মেনে নিই
হিংসার শেষ হোক ভালোবাসা দিই।
খুটেখাক গরিবেরা নিয়ে দানাপান
অভাবের হোক শেষ ,আর রাহাজান
চলো আজ সারি গাই ভায়ে ভায়ে মিল
অজগর যেন মরে ,দাঁড়কাক চিল।
ফুল নিয়ে খেলা করি পাপ দূরে থাক
যতটুকু লোভ আছে সব মরে যাক
মরা গাছে পাতা হোক পানি দিই রোজ
পাশের বাড়ির পানে নিই যেনো খোঁজ
খোদা আজ দুই হাতে সুখ ঢেলে দিন
কালোর পৃথিবী হোক আবার রঙিন
অভিশাপ মুছে যাক আলোর তুফান
আবার পৃথিবী গাক বাঁচার সে গান
বোবাপাখি কতদিন গায়নিকো গান
কতদিন নাবালক সেই অভিমান
কতদিন হয়নিকো সুখে থাকা সব
কতদিন শুনিনি যে সেই কলরব