তুঝে জিনা হে অব মেরে বিনা
—————————-
কলমে – বন্দনা কুন্ডু
*****************
খানিক আগেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে এখানে…
শহর জুড়ে চৈত্রের মরসুম…
রৌদ্রের দাবদাহ নত হয়েছে মেঘলা আকাশের কাছে,
যেন জোর করে বিয়ে দেওয়া বিরহী বধূ।
হালকা সোঁদা গন্ধ ভেসে আসছে চারিদিক থেকে,
বরাবরের মতোই চোখ বুজে মেখে নিচ্ছি তা নিঃশ্বাসে…
এ বড়ই প্রিয় মুহূর্ত আমার।
চোখের গভীরে কয়েক কোটি দৃশ্যের আনাগোনা…
দলা পাকানো নিঃশ্চুপ কান্নার গহ্বরে প্রিয়র মুখ…
পদ্মদীঘিতে নোঙর ফেলেছে সে প্রেমিক,
শ্যাওলা পুকুরের কলমীলতার কোনো অভিযোগ নেই তাতে…
কদিন পরেই নববর্ষ
পুরাতনকে চলে যেতেই হয় বাধ্য হয়ে বা স্বেচ্ছায়,
কালের নিয়ম…..
স্মৃতিরাও ফিকে হয়ে যায় ধীরে ধীরে সময়ের হাত ধরে।
তবু…
নতুন ডায়েরির ভাঁজে লেখা জমা করি প্রিয়র উদ্দেশ্যে…
যদি কোনোদিন শব্দেরা ডানা পায়,
প্রথমেই যেন উড়ে গিয়ে বসে তার মন মন্দিরে…
তারপর তাকে বলে দেয়…
প্রিয়তমা কোনো ক্ষোভ রাখেনি প্রিয়।
স্বেচ্ছায় সে চলে গেছে পুরাতন বছরের মতো।
তুমি নতুনের পূজারী।
নতুন বছরের শুভেচ্ছায় তোমায় উপহার দিয়ে গেছে তার প্রিয় কটা গানের লাইন…
ভুলা দেনা মুঝে…
হে অলবিদা তুঝে…
তুঝে জিনা হে অব মেরে বিনা…।।