🌾আদিবাসী উন্নতি🌾
✍️বিষ্ণুপদ ব্যানার্জী✍️
দেখ বাবু, অনেক হয়েছে,
আর করিসনি নেকামি তুরা!
মুদের জন্যে তুদের রেতের ঘুম নাই,
তুরা মুদের জাতে উঠাতে এসেছিস!
সত্যি কুথা বলনা তুরা
হয়েচে কি মুদের উন্নতি?
তাহলে উরা বলে কেনে মুরা বনবাসী,
মুদের সর্দার যা বুলে,
মুরা তাই করে।
মুদের নামে এত বরাত
যাচ্ছে কুথায়? লিচ্ছে কারা?
বলতো দেখি?
উ বাবা, তোর মুখটা ভার হল কেনে?
জানিস সবই!
যাচ্ছে উদের পকেটে?
আর বড় বড় ভাষণ করছে
আদিবাসীদের উন্নতি হুচ্ছে,
পরামুখাগুলো!
শুন বাবু, মুদের উন্নতি করতে গেলে,
বলিস উদের, মুদের সাথে রইতে হবেক, দেখতে হবেক, জানতে হবেক
এমনি এমনি উন্নতি করা যায়নি বাতাসে!
বলিস উদের!
উরা বলে মুরা জঙ্গলমহলের লুক,
মুদের ফ্যালফেলিয়ে ভালে।