কবিতা -সম্পর্ক
কলমে : মায়া রায় টিকাদার
সামাজিক মানুষ থাকে নানা সম্পর্কে বাঁধা,
মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক বাৎসল্যে সাধা।
ভাই বোনের সাথে থাকে পবিত্র সম্পর্ক চিরদিন,
স্বামী-স্ত্রীর দুজন প্রেমের সম্পর্কে হয় অন্তর্লীন।
বন্ধুবান্ধবের সাথে থাকে গভীর ভালবাসার বন্ধন,
চিরদিন থাকে বিনা সুতোয় বাঁধা কপালের চন্দন।
এছাড়া আছে রক্তের সম্পর্ক নানারকম কতশত,
সকলের সাথে থাকে কত সম্পর্কে মন অবনত।
আরো আছে সম্পর্ক তাদের যত আছে পাড়া-প্রতিবেশী, আপদে-বিপদে আগে আসে পাশে থাকে কমবেশি।
সম্পর্কের বাঁধনে থাকে নানা রকম ফের,
সম্পর্কে মানুষ বাঁধা থাকে সব সমাজের।